১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ
ডাকঘরঃ মথুরেশপুর, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।
কালিগঞ্জ উপজেলার পূর্ব-পশ্চিম দিকে অবস্থিত কালন্দী নদীর তীরে ঐতিহ্যবাহী ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন শিক্ষা-দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ঐতিহ্য মন্ডিত ইউনিয়নটি উপজেলার মধ্যে অন্যতম।
ক) নাম – ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৪৬৬৩ জন (প্রায়) (২০১৪ সালের জুন মাস পর্যন্ত জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৪৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল, ভ্যান, সাইকেল।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –গাজী শওকাত হোসেন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক গ্রাম
ওয়ার্ড নং | গ্রামের নাম | সংখ্যা |
১নং ওয়ার্ড | মোস্তফাপুর, ড্যামরাইল,সেরকাটি, সদরকাটি, বেলাট, মৌখালী, নন্দীকাটি | ৭টি |
২নং ওয়ার্ড | দেবাড়িয়া, সমসকাটি, চকসেরকাটি, জগদান্দপুর, পুটিয়া, দাড়িয়ালা, কাশিমপুর | ৭টি |
৩নং ওয়ার্ড | গোবিন্দপুর, বাগদাড়িয়ালা, রত্নেশ্বরপুর, কালুরবেড়, বালাকাটি, | ৫টি |
৪নং ওয়ার্ড | মহেশ্বরপুর, হরিখালী, পিরোজপুর, বাজুয়াগড়, বাহাদুরপুর, গাজীকাটী, পাটকেলশিবপুর | ৭টি |
৫নং ওয়ার্ড | গনেশপুর, রঘুরামপুর, তেঘরিয়া,বেতবাড়িয়া | ৪টি |
৬নং ওয়ার্ড | ধলবাড়িয়া, কামারগাতী, চকসেকেন্দারনগর, মিনাজকাটি | ৪টি |
৭নং ওয়ার্ড | খুব্দীপুর, আব্দুলখালী | ২টি |
৮নং ওয়ার্ড | মুড়াগাছা, মাদকাটি, আশিকুড়া, বলারহুলা,খড়মী,ঘূনশিরাজারামপুর | ৬টি |
৯নং ওয়ার্ড | গান্ধুলিয়া, উচ্ছেপাড়া, নৈহাটি, বজরকাটি | ৪টি |
| মোট- | ৪৬টি |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।