Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃ মথুরেশপুর, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।

 

    কালিগঞ্জ উপজেলার পূর্ব-পশ্চিম দিকে অবস্থিত কালন্দী নদীর তীরে ঐতিহ্যবাহী ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন শিক্ষা-দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ঐতিহ্য মন্ডিত ইউনিয়নটি উপজেলার মধ্যে অন্যতম।

ক) নাম – ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –  ৩২.৭(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৭২০২ জন (প্রায়) (২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন্ম নিবন্ধন অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৪৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল, ভ্যান, সাইকেল।

জ) শিক্ষার হার – ৭০.০৪%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,

মাধ্যমিক বিদ্যালয়- ০৩ টি

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ২টি।

বিভিন্ন ধরনের মাদ্রাসা-০৬ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –গাজী শওকাত হোসেন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

 

ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক গ্রাম

ওয়ার্ড নং

গ্রামের নাম

সংখ্যা

১নং ওয়ার্ড

মোস্তফাপুর, ড্যামরাইল,সেরকাটি, সদরকাটি, বেলাট, মৌখালী, নন্দীকাটি

৭টি

২নং ওয়ার্ড

দেবাড়িয়া, সমসকাটি, চকসেরকাটি, জগদান্দপুর, পুটিয়া, দাড়িয়ালা, কাশিমপুর

৭টি

৩নং ওয়ার্ড

গোবিন্দপুর, বাগদাড়িয়ালা, রত্নেশ্বরপুর, কালুরবেড়, বালাকাটি,

৫টি

৪নং ওয়ার্ড

মহেশ্বরপুর, হরিখালী, পিরোজপুর, বাজুয়াগড়, বাহাদুরপুর, গাজীকাটী, পাটকেলশিবপুর

৭টি

৫নং ওয়ার্ড

গনেশপুর, রঘুরামপুর, তেঘরিয়া,বেতবাড়িয়া

৪টি

৬নং ওয়ার্ড

 ধলবাড়িয়া, কামারগাতী, চকসেকেন্দারনগর, মিনাজকাটি

৪টি

৭নং ওয়ার্ড

 খুব্দীপুর, আব্দুলখালী

২টি

৮নং ওয়ার্ড

 মুড়াগাছা, মাদকাটি, আশিকুড়া, বলারহুলা,খড়মী,ঘূনশিরাজারামপুর

৬টি

৯নং ওয়ার্ড

গান্ধুলিয়া, উচ্ছেপাড়া, নৈহাটি, বজরকাটি

৪টি

 

                                   মোট-

৪৬টি

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

  1.