Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের মাজার শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা।
Details

ধলবাড়িয়া মাজার শরীফ

মুকুন্দপুর থেকে প্রায় ২ মাইল পূর্বে যমুনা-ইছামতি নদীর পূরান তীরবর্তী এলাকায় প্রবাজপুর গ্রামে একটি বড় মসজিদ রয়েছে। এই মসজিদ টেরাকোটা ইট দিয়ে শিল্পমন্ডিত এবং পাঠান স্থাপত্য কৌশলের প্রভাব রয়েছে। মসজিদ পূর্বে পশ্চিমে লম্বা এবং পূর্ব দিকে বারান্দা আছে। বারান্দায় ছাদ এবং গম্বুজ ছিল। তা বর্তমানে বিলুপ্ত। মসজিদের আয়তন ৫৫-৫ ইঞ্চি/৩৯-৮ইঞ্চি, দেয়ালগুলি ৫-৯ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি প্রস্থ। বারান্দাসহ মসজিদের ৬ কোনে সংলগ্ন মিনারের নিন্মাংশ বর্তমান রয়েছে।

 

     এই মসজিদ বিক্রমাদিত্যের রাজত্বকালে তার কোন সেনাধ্যক্ষা প্রবাজপুর খাঁর তত্বাবধানে নির্মিত হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। ১৬০৮ খৃষ্টাব্দে নির্মিত আতিয়া মসজিদের সঙ্গে নির্মান কৌশলগত মিল এই মসজিদে রয়েছে। অথ্যাৎ সুলতানী আমলের স্থাপত্যের কৌশল প্রভাবিত। তবু এই মসজিদের নির্মান কাল সম্পর্কে মতভেদ রয়েছে। বর্তমানে মসজিদের ভিতরে ও বাইরে কিছু কিছু পরিবর্তন সাধিত হয়েছে। শৈল্পিক উৎকর্ষ বজায় রাখার ফলে স্থানীয় প্রত্নজ্ঞানহীন মানুষের অর্থ ব্যায়ে পূর্বের বারান্দা এবং ভিতরে সংস্কার কাজের ফলে টেরাকোটা সৌন্দর্য্যাবলী সিমেন্ট দিয়ে বহুলাংশেই ঢেকে ফেলা হয়েছে।

 

কামারগাতি ছোট মিয়ার মাজার শরীফ

 

ধলবাড়ীয়া ইউনিয়নে একটা বিখ্যাত মাজার যার নাম হচ্ছে কামারগাতি ছোট মিয়ার মাজার শরীফ। এখানে প্রতি বছর বাৎসরিক ওরজ শরীফ হয়। বাংলা পহেলা মাঘ মাসের ১,২ও ৩এবং ইংরেজী জানুয়ারী মাসের ১৪,১৫এবং ১৬ তারিখ ওরজ পালিত হয়। বিভিন্ন এলাকার স্বনাম ধন্য মৌলবিরা এখানে তাদের মুল্যবান বক্তব্য রাখেন । এছাড়া এখানে দেশ বিদেশের বহু মানুষের সমাগম হয়।